বায়ু দূষণ
রাজধানীতে শিশু ও বৃদ্ধদের বাইরে না যাওয়ার পরামর্শ
৬ জানুয়ারি ২০২৫ ১০:০৮ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১২:২৮
ঢাকা: রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার বায়ু অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ হওয়ায় অসুস্থ, বৃদ্ধ এবং শিশুদের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশ অধিদফতর। একইসঙ্গে জনসাধারণকে বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করতে বলেছেন প্রতিষ্ঠানটি।
সোমবার (৬ জানুয়ারি) পরিবেশ অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব বলা হয়েছে।
অধিদফতরের ওয়েবসাইটে বায়ুর মান মনিটরিং কেন্দ্রের তথ্যানুযায়ী, রোববার (৫ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার বায়ুর মান ছিল ২৫০, যা ‘খুব অস্থাস্থ্যকর’। বায়ুদূষণের তালিকায় সোমবার রাজধানী ঢাকা অবস্থান দ্বিতীয় এবং বায়ুর মান ‘খুব অস্থাস্থ্যকর’। তালিকার শীর্ষে ছিল ইরাকের রাজধানী বাগদাদ।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তবে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
সারাবাংলা/জেআর/এইচআই