চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অধিনায়ক পান্ডিয়া?
৬ জানুয়ারি ২০২৫ ১০:১২
টেস্ট ক্রিকেটে একের পর এক সিরিজের ব্যর্থতা হুমকিতে ফেলেছে তার সাদা পোশাকের ক্যারিয়ারকে। রোহিত শর্মা আদৌ আর ভারতের জার্সিতে টেস্ট খেলতে নামবেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। এসবের মাঝেই শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও থাকছেন না রোহিত! তার পরিবর্তে ভারতকে নেতৃত্ব দিতে পারেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
চ্যাম্পিয়নস ট্রফির বাকি আর মাত্র দেড় মাস। অনেক নাটকের পর হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি হয়েছে পাকিস্তান। ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইতে। চ্যাম্পিয়নস ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়া সফর শেষ করে বাড়ি ফিরেই এই টুর্নামেন্টের জন্য স্কোয়াড সাজানোর কাজ শুরু করবে ভারত।
ভারতীয় গণমাধ্যম বলছেন, স্কোয়াড তৈরির কাজ এরই মাঝে গুছিয়ে এনেছেন কোচ গৌতম গম্ভীর। আর তার এই পরিকল্পনাতে নেই রোহিত শর্মা। টি-২০ থেকে আগেই অবসর নেওয়া রোহিতের টেস্ট ফর্মটা একেবারেই ভালো যাচ্ছে না। গত কয়েক মাসে ব্যাট হাতে ব্যর্থ রোহিতকে ওয়ানডেতেও একাদশে রাখতে রাজি নন গম্ভীর, ধারণা করা হচ্ছে এমনটাই।
অধিনায়ক রোহিতকেই যদি স্কোয়াডে না রাখা হয়, তাহলে ভারতকে নেতৃত্ব দেবেন কে? সেক্ষেত্রে শোনা যাচ্ছে হার্দিক পান্ডিয়ার নাম। টি-২০ বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্স ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার দারুণ অধিনায়কত্বকেই বিবেচনায় রাখা হচ্ছে। পান্ডিয়ার সাথে অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন শুভমান গিল ও সূর্যকুমার যাদবও।
শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফিতে রোহিতের জায়গা হবে কিনা, সেটা জানা যাবে আগামী মাসেই। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে ভারত।
সারাবাংলা/এফএম