Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা দলকানা নই— সাদা দলের আহ্বায়ক

ঢাবি করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ০৩:০৬ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১০:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান

ঢাকা: আমরা দলকানা নই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ও ইসলামী মতাদর্শের শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান। তিনি বলেন, আমরা শিক্ষক, শিক্ষার্থী ও সবাইকে নিয়ে কাজ করতে চাই।

রোববার (৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পি জে হার্টজ ইন্টারন্যাশনাল হলে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান ও সাদা দলের বর্তমান যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মোর্শেদ হোসেন বলেন, ‘আমরা সবসময় সব অন্যায়, অনিয়মের প্রতিবাদ করে এসেছি। কেউ অন্য দল করে বলে কাউকে হেও করে কিছু করেছি কেউ বলতে পারবে না। এমনকি বিএনপি আমলেও এক শিক্ষকের গায়ে এক পুলিশ হাত তুললে আমি প্রতিবাদ করেছি। যতক্ষণ পর্যন্ত না তার শাস্তি নিশ্চিত হয়নি ততক্ষণ সরিনি।’

ডাকসু নিয়ে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেন, ‘আমরা সবাই ফ্যাসিবাদী আমলে সব বিষয়ে প্রতিবাদ করেছি। যেকোনো অন্যায়ে প্রশাসনের সাথে বসেছি। আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করেছি। এমনকি অপরাজেয় বাংলার সামনেও দাঁড়িয়েছি। তাই, ডাকসু আমাদের সবার দাবি। তবে, ডাকসু হওয়ার আগে একটা সংস্কার ও পরিবেশ নিশ্চিত করা জরুরি। এসব বিষয় নিশ্চিত করে ডাকসু নির্বাচন দেওয়া গেলে সেটা স্থায়ী হবে বলে আমি মনে করি।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘সাদা দল সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছে। আমরা সবসময় শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করি। তাই, আপনারা আমাদের সহযোগিতা করলে আমরা মনে করি আমরা আরও বেশি কাজ করতে পারব।’

বিজ্ঞাপন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, ‘আমরা বিগত সময়ে গেস্টরুম কালচার ও গণরুমের বিরুদ্ধে সর্বাত্মক কথা বলেছি। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। তাই, বিগত দিনে যে ধারাবাহিকতা বজায় ছিল আগামী দিনেও সাদা দল সে ধারা অব্যাহত রাখবে বলে আমি মনে করি।’

সারাবাংলা/এআইএন/পিটিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় দলকানা নই সাদা দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর