Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরি পুর্নবহাল ও পাওনার দাবিতে গ্রামীণফোনের শ্রমিকদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ২২:২১

গ্রামীণফোন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও শ্রমিক সমাবেশ করেছে চাকুরিচ্যুত গ্রামীণফোনের সাবেক কর্মীরা। ছবি: সারাবাংলা।

ঢাকা: চাকরিতে পুর্নবহাল ও বকেয়া পাওনা পরিশোধসহ তিন দফা দাবিতে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও শ্রমিক সমাবেশ করেছে চাকুরিচ্যুত গ্রামীণফোনের সাবেক কর্মীরা।

রোববার (৫ জানুয়ারি) বসুন্ধরার জিপি হাউসের সামনে চাকুরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে ওই কর্মসূচিত পালিত হয়। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সমাবেশে অংশ নেওয়া শ্রমিকরা।

বিজ্ঞাপন

শ্রমিকদের দাবিগুলো হল- অবৈধভাবে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল এবং পূর্ণ আর্থিক ও সামাজিক ক্ষতিপূরণ প্রদান। বিলম্বিত লভ্যাংশের পেনাল্টিসহ সমস্ত বকেয়া পাওনা দ্রুত পরিশোধ। গ্রামীণফোন কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার ও অত্যাচারের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে ওই সমাবেশে বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির অব্যহত রাখার ঘোষণা দেন।
কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, সুপ্রিম কোর্টের রায় না মেনে ও হীন-স্বার্থে পুনরায় মামলা করে শ্রমিকদের ন্যায্য অধিকার বঞ্চিত করে গ্রামীণফোন কতৃপক্ষ শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। দেশবাসীর কাছে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রামীণফোন প্রচার করছে তারা দেশের সমাজে অর্থনীতিতে ও জনকল্যাণে মহান ভূমিকা রেখে চলেছে, কিন্তু প্রকৃতপক্ষে বিতাড়িত ফ্যাসিস্ট সরকারের সময়ে প্রায় ৩৩০০ স্থায়ী শ্রমিককে নানা কৌশলে চাকুরিচ্যুত করেছে। একাজে তাদের সহযোগিতা করেছে চিহ্নিত স্বৈরাচারের দালাল যথা ফজলে নুর তাপস, মুস্তাফা জব্বার, তারানা হালিম ও জুনাইদ পলক।

বিজ্ঞাপন

দেশের আইনকে নগ্নভাবে হস্তক্ষেপ করে লাভজনক ব্যাবসা প্রতিষ্ঠান হয়েও তিন হাজার ৩০০ পরিবারকে অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিয়েছে। এই অন্যায্য ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিচারের জন্য সরকারকে তদন্ত কমিটি গঠন করার দাবি জানান তারা।

প্রসঙ্গত, গ্রামীণফোন দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর। প্রতিষ্ঠানটি একটি লাভজনক প্রতিষ্ঠান। চাকরিচুত্য শ্রমিকদের অভিযোগ,প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শ্রম আইন লঙ্ঘন করে আসছে। প্রতিষ্ঠানটি তথাকথিত স্বেচ্ছায় অবসর ও মিথ্যা অভিযোগে তিন হাজার ৩০০ শ্রমিককে চাকরিচ্যুত করেছে এবং শ্রমিকের পাওনা লভ্যাংশের বিলম্ব জরিমানা ও ন্যায্য পাওনা পরিশোধে অবহেলা করে চলেছে। এছাড়া চাকুরিচ্যুত শ্রমিকদের স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর কতিপয় কর্মকর্তা ও আওয়ামী মদতপুষ্ট ইউনিয়ন নেতারা অনৈতিক ও অমানবিক প্রক্রিয়া ব্যাবহার করে চাকরি ছাড়তে বাধ্য করেছে। এরই প্রেক্ষিতে গত ২ ডিসেম্বর থেকে ‘চাকুরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে গ্রামীণফোনের শ্রমিকরা জিপি হাউস বসুন্ধরার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছে। রোববার (৫ জানুয়ারি) সেই কর্মসূচির ধারাবাহিকতায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চাকুরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। সংগঠনটির আহ্বায়ক আবু সাদাত মো. শোয়েব সারাবাংলাকে কর্মসূচি পালনের তথ্যও নিশ্চিত করেছেন।

সারাবাংলা/ইএইচটি/এসআর

গ্রামীণফোন গ্রামীণফোনের শ্রমিকদের বিক্ষোভ চাকরি পুর্নবহাল ও পাওনার দাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর