‘বিএনপিকে শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এস এ খালেক’
৫ জানুয়ারি ২০২৫ ১৮:৫৯ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ২১:৪০
ঢাকা: বিএনপির নির্বাহী সদস্য, ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য এস এ খালেকের মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানান। এর আগে, বিকেল সাড়ে ৩ টায় ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন এস এ খালেক।
শোক বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মরহুম এস এ খালেক একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন তিনি। এস এ খালেক দলের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে ঢাকা মহানগর বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।’
‘মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। তার মতো আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত’- বলেন মির্জা ফখরুল।
সারাবাংলা/এজেড/পিটিএম