এস এ খালেকের মৃত্যুতে তারেক রহমানের শোক
৫ জানুয়ারি ২০২৫ ১৮:৩১ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ২০:৪৩
ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য এস এ খালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানান। এর আগে, বিকেল সাড়ে ৩ টায় ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন এস এ খালেক।
শোক বার্তায় তারেক রহমান বলেন, ‘মরহুম এস এ খালেক একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে তার সুনাম ছিল। তিনি প্রয়াত রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শের প্রতি গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি বিএনপি নেতাকর্মীদের নিকট ছিলেন সমাদৃত। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী মানুষ। তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সারাবাংলা/এজেড/পিটিএম