Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা রেল সেতুতে ১২০ কিমি গতিতে চলল ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১৮:১২ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ২০:৪৩

যমুনা রেল সেতু। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতুর দিয়ে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে চলল পরীক্ষামূলক দুটি ট্রেন।

রোববার (৫ জানুয়ারি) সকাল থেকে ধীরে ধীরে গতি বাড়িয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন দুটি চলাচল করলেও বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ট্রেন দুটি ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিমি গতিতে সেতু অতিক্রম করে। যমুনা রেলওয়ে সেতুর চিফ সাইট ইঞ্জিনিয়ার মো. মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, সকাল ৯টা ২০ মিনিটে আজকের প্রথম পরীক্ষামূলক ট্রেন দুটি সফলভাবে সেতু অতিক্রম করে। এর পর পর্যায়ক্রমে বাড়তে থাকে ট্রেনের গতি। প্রথমে ঘণ্টায় ২০ কিমি দিয়ে শুরু করে এরপর ৬০, ৮০, ৯০, ১০০, ১১০ ও সর্বশেষ ১২০ কিমি গতিতে চলে ট্রেন দুটি।

সেতুর চিফ সাইট ইঞ্জিনিয়ার মো. মাইনুল ইসলাম বলেন, ‘আজই প্রথম যমুনা সেতুতে পরীক্ষামূলকভাবে পূর্ণ গতিতে (ঘণ্টায় ১২০ কিমি গতিতে) ট্রেন চলল। এই গতিটা ধীরে ধীরে আনা হয়েছে। এর অংশ হিসেবে প্রথমে সকাল ৯টা ২০ মিনিটে ঘণ্টায় ২০ কিমি গতিতে দুটি ট্রেন সেতুর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে ও পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে ছেড়ে যায়।’

তিনি বলেন, ‘এরপর ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বার ঘণ্টায় ৬০ কিমি গতিতে দুইপাশ থেকে ট্রেন দুটি সেতু অতিক্রম করে। এরপর ১১টা ১ মিনিটে একটি ট্রেন সেতুর পশ্চিম পাড় থেকে ঘণ্টায় ৮০ কিমি গতিতে সেতুতে ওঠে ও ১১টা ৫মিনিটে পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ট্রেনটি পশ্চিমপাড়ের সেতুর শেষ অংশ অতিক্রম করে। এভাবে সর্বশেষ বিকেল ৪টা ২০ মিনিটে পরীক্ষামূলকভাবে ট্রেন দুটি ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিমি গতিতে বিপরীত দিক থেকে আলাদা লেন দিয়ে সেতু অতিক্রম করে।’

বিজ্ঞাপন

প্রকল্পের সাব স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ‘আজ আমরা ধীরে ধীরে গতি বাড়িয়ে দেখার চেষ্টা করছি কোনো ঝাকুনি কয় কিনা বা কোনো ভাইব্রেশন টাইপের কিছু থাকে কিনা। তবে আজ আমরা সর্বোচ্চ গতিতে চালিয়েও নেগেটিভ কোনো কিছু পাইনি।’

তিনি বলেন, ‘এখানে আমরা অনেক নতুন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি। দীর্ঘদিন এই কর্মযজ্ঞ শেষে এটা ফাইনালি সম্পন্ন হলো, এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা যায় না।’ এ ছাড়া, এই রেলসেতুর উদ্বোধনের দিন, তারিখ ও নাম এখনো চূড়ান্তভাবে নির্ধারণ হয়নি বলেও জানান এই কর্মকর্তা।

প্রকল্প সূত্রে জানা যায়, ২০২০ সালের আগস্ট মাসে ৯ হাজার ৭৩৪ দশমিক ৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তী সময়ে এই ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৬ কোটি টাকা। এর মধ্যে ১২ হাজার ১৪৯ দশমিক ২ কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ হিসেবে দিয়েছে। এই প্রকল্পের মূল নির্ধারিত সময় ছিল জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৩। কিন্তু প্রথম সংশোধনে এ সময়সীমা ডিসেম্বর ২০২৪ এ স্থানান্তরিত করা হয়।

এর আগে, ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন দেয়। এর পর গত ২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কিমি গতিসীমায় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে প্রথম ট্রেন চলে।

সারাবাংলা/পিটিএম

১২০ কিমি গতি টপ নিউজ ট্রেন যমুনা রেল সেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর