Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচন ইস্যু
ভিসি-প্রক্টরের ওপর ছাত্রদল-শিবিরের হামলার খবর মিথ্যা

ঢাবি করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১৭:৫৩ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ২০:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ‘ডাকসু নির্বাচন ইস্যুতে ছাত্রদল-শিবিরের হামলায় উপাচার্য ও প্রক্টরসহ শতাধিক আহত’ শীর্ষক প্রতিবেদনকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে ঢাবি কর্তৃপক্ষ।

রোববার (৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাবি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ‘ডাকসু নির্বাচন ইস্যুতে ছাত্রদল-শিবিরের হামলায় উপাচার্য ও প্রক্টরসহ শতাধিক আহত’ শীর্ষক প্রতিবেদনের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

প্রতিবেদনে হামলার বিষয়ে যা উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও গুজব। প্রকৃতপক্ষে, এধরনের কোনো হামলা বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন এবং গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে যে, এ বিজ্ঞপ্তির মাধ্যমে অসত্য প্রতিবেদন ও গুজবকে ঘিরে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসন হবে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সভায় ‘আওয়ামীপন্থি’দের ডাকা নিয়ে আপত্তি তুলে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হট্টগোলও হয়।

সেটাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ‘ডাকসু নির্বাচন ইস্যুতে ছাত্রদল-শিবিরের হামলায় উপাচার্য ও প্রক্টরসহ শতাধিক আহত’ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ বিবৃতি দেওয়া হলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআইএন/পিটিএম

ছাত্রদল-শিবির টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর