Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে আগুন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১৭:৪৬

বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে আগুন

বগুড়া: বগুড়ায় জেলা প্রশাসক অফিসের বারান্দায় পরিত্যক্ত মালামালে শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় আগুন ও ধোঁয়া দেখে ছুটে আসেন চারপাশে থাকা লোকজন। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস জানিয়েছে, জেলা প্রশাসক কার্যালয় চত্বরের অবস্থিত একটি ক্যান্টিনের বিপরীত দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রথম তলার বারান্দায় এই আগুন লাগে।

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জানিয়েছেন, গ্রীল দিয়ে ঘেরা বারান্দায় পরিত্যক্ত কিছু মালামাল ছিল। একটি কার্টনে আগুন লেগে ধোঁয়া ছড়িয়ে পড়লে গার্ড ও অন্যান্যরা ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিস আসার আগেই ওই আগুন নেভাতে সক্ষম হন তারা।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল জলিল জানান, বারান্দায় পরিত্যক্ত কিছু মালামাল ছিল। আগুনে বড় কোনো ক্ষতি হয়নি। ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

জেলা প্রশাসকের কার্যালয়ে আগুন বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর