অনুপ্রবেশ করা নারী ও শিশুসহ ৩৬ রোহিঙ্গা বিজিবি হেফাজতে
৫ জানুয়ারি ২০২৫ ১৭:২৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ২০:৪৪
কক্সবাজার: মাছ ধরার নৌকায় সাগর পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করার সময় নারী-পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি)। তারা বিজিবির হেফাজতে আছেন।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে টেকনাফের সাবরাংয়ের মুন্ডার ডেইলঘাট এলাকা দিয়ে প্রবেশ করার সময় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার দুপুরে টেকনাফে সাবরাং ইউনিয়নে মুন্ডারডেইল পয়েন্টে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার সাগরে ভাসতে দেখে বিজিবির সদস্যরা। এক পর্যায়ে ট্রলারটি ভাসতে ভাসতে তীরে ভিড়ে। পরে ট্রলারে থাকা ৩৪ রোহিঙ্গাকে কূলে নামিয়ে আনা হয়।
বিজিবির এ কর্মকর্তা উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বরাতে জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াবের পূর্বে নাশং এলাকার বাসিন্দা তারা। সাগরপথে তারা ইঞ্জিন চালিত কাঠের ট্রলার যোগে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালান। গত পাঁচ দিন ধরে তারা সাগরে ট্রলারের মধ্যেই অবস্থান করছিলেন। এক পর্যায়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছেন।
বিজিবির হেফাজতে থাকা রোহিঙ্গাদের মধ্যে পাঁচ জন নারী, ১০ শিশু ২১ পুরুষ রয়েছেন। তাদের আবার মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
সারাবাংলা/ইআ