Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ের সামনে অব্যাহতিপ্রাপ্ত এসআইদের অবস্থান

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১৬:০৭ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

বাংলাদেশ সচিবালয়

ঢাকা: ট্রেনিংয়ে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।

রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ের ৪ নম্বর গেটের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। ওই সময় পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে তাদের অব্যাহতি দেওয়ার প্রতিবাদ জানান তারা।

এর আগে মাঠে ও ক্লাসে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার ধাপে ৩২১ জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ।

অব্যাহতি পাওয়া উপ-পরিদর্শকরা জানান, ‘তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ আনা হয়েছে- তা ঠিক নয়, বিষয়টি হাস্যকর।’

একাডেমিতে কোনো বিশৃঙ্খলা ঘটেনি উল্লেখ করে তারা আরও বলেন, ‘একাডেমির সিসি ক্যামেরা চেক করলেই এর প্রমাণ পাওয়া যাবে।’

উপ-পরিদর্শকরা আরও বলেন, ‘যেদিনের ঘটনাকে কেন্দ্র করে শোকজের চিঠি দেওয়া হয়েছে, সেদিন তিনি একাডেমিতে উপস্থিত ছিলেন না, ছুটিতে ছিলেন বলেও দাবি করেছেন কেউ কেউ।’

নাম প্রকাশ না করে আরেকজন এসআই বলেন, ‘আমাদের পরিবার এই চাকরির জন্য কত কিছুই ত্যাগ করেছে, কিন্তু আজ আমরা অব্যাহতিপ্রাপ্ত। এ যন্ত্রণা বোঝানোর মত নয়।’

এ সময় তাদের হাতে নানা লেখা সম্বলিত প্লেকার্ড দেখা গেছে। এসব প্লেকার্ডে লাল সবুজের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, ‘দেশ সেবার ব্রত নিয়ে বোঝা কেন হতে হবে’, ‘বিনা বেতনের ৩৬৫ দিন’, ‘আমাদের চাকরি ফিরিয়ে দিন’- এমন লেখা ছিল।

এ সময় এসআইরা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপিসহ গুরুত্বপূর্ণ সব দফতরে স্মারকলিপি দিয়েছি। কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। অবস্থান কর্মসূচি পালন করছি। অবস্থান কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করা হবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। তারা গত বছরের ৪ নভেম্বর থেকে সারদায়  ‍বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। তাদের মধ্যে তিন ধাপে ৩১৩ জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে শোকজ করে একাডেমি। এরই মধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন ও সর্বশেষ ১৮ নভেম্বর ৩ জনকে অব্যাহতি দেওয়া হয়।

সারাবাংলা/জেআর/এমপি

অবস্থান কর্মসূচি এসআই অব্যাহতি সচিবালয়

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর