৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণ সফর বাতিল
৫ জানুয়ারি ২০২৫ ১৫:৫৭ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১৭:০৪
ঢাকা: ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার সফর বাতিল করা হয়েছে।
সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী রোববার (৫ জানুয়ারি) এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হতে আদেশ জারি করা হয়েছে।
ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী ১০-২০ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণের অনুমতিসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করে এ আদেশ জারি করা হয়।
আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ শাখা-১ এর উপসচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাতের সই করা অফিস আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশনারপরিপ্রেক্ষিতে ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি, এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী ১০-২০ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি প্রদানপূর্বক গত ৩০ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আজ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক ওই প্রজ্ঞাপনটি বাতিল করা হলো।
এর আগে, (৪ জানুয়ারি) ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়।
এসব বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা ছিল।
সারাবাংলা/কেআইএফ/ইআ