Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১৪:১১ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৫

জব্দকৃত মালামাল। ছবি: সারাবাংলা

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ, চিনি, গরু, কয়লা, ফুসকা ও কমলা জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির সদস্যরা। যার আনুমানিক মূল্য প্রায় ৩১ লাখ ৫ হাজার ২৮০ টাকা।

রোববার (৫ জানুয়ারি) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, গত দু’দিনে সকাল পর্যন্ত সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন উপজেলা থেকে ৩৫৭ বোতল ভারতীয় মদ, ৪ হাজার ২২৭ কেজি চিনি, ১ হাজার কেজি কয়লা, ৩০০ কেজি কমলা, ৩৫০ কেজি ফুসকা, ৫টি গরু ও মালামাল বহনকারী পিকআপ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

চিনাকান্দি বিওপি ৪৪০ বস্তা চিনি, মাটিরাবন বিওপি একটি গরু, ছাড়াগাঁও বিওপি ৩৪৬ বোতল ভারতীয় মদ, বনগাঁ বিওপি ১১ বোতল ভারতীয় মদ, ট্যাকেরঘাট বিওপি ১ হাজার কেজি কয়লা, পেকপাড়া বিওপি ৪টি গরু, লাউয়েরগড় বিওপি ৩৫০ কেজি ফুসকা, চিনাকান্দি বিওপি ২৯৫০ চিনি ও ৩০০ কেজি কমলা এবং ব্যবহৃত একটি পিকাপ, মাছিমপুর বিওপি ৮৫০ কেজি চিনি জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ৩১ লাখ ৫ হাজার ২৮০ টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, বিভিন্ন উপজেলার সীমান্ত থেকে মদ, চিনি, গরু, কয়লা, ফুসকা, কমলাসহ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এগুলোর অনুমানিক মূল্য ৩১ লাখ ৫ হাজার ২৮০ টাকা। এসব মালামাল জেলা শুল্ক কার্যালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেওয়া হয়েছে, একইসঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এমপি

বিজিবি ভারতীয় পণ্য জব্দ সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর