Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদপন্থি নেতা শফিউল্ল্যাহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১৩:০১ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১৫:৫৫

মো. শফিউল্ল্যাহ

গাজীপুর: টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় ভারতের মাওলানা সাদ অনুসারী শীর্ষ নেতা মো. শফিউল্ল্যাহ (৪৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত  শফিউল্ল্যাহ  শরিয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী তালুকদার বাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।

জানা যায়, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গ্রেফতার করে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

তাবলিগ জামাত বাংলাদেশের মাওলানা জুবায়ের অনুসারীর (শুরায়ে নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, শফিউল্লাহ আমাদের দায়ের করা মামলার ৯ নম্বর আসামি। তাকে গ্রেফতার করে শরিয়তপুর থেকে টঙ্গী আনা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, শফিউল্ল্যাহকে শরিয়তপুরে আমরা গ্রেফতার করেছি। গ্রেফতার শেষে তাকে টঙ্গী নিয়ে আসা হয়েছে।

সারাবাংলা/ইআ

সাদপন্থি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর