Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘন কুয়াশায় আচ্ছাদিত চুয়াডাঙ্গা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১১:৩০ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১১:৩৩

কুয়াশায় মোড়ানো চুয়াডাঙ্গা রেলস্টেশন

চুয়াডাঙ্গা: ঘন কুয়াশায় ঢেকে গেছে চুয়াডাঙ্গা।শীতের তীব্রতা কিছুটা কমলেও শীতল বাতাসে থমকে গেছে জনজীবন। কাজে নেমে এসেছে স্থবিরতা। নভেম্বর থেকেই কমতে থাকে এই জেলার তাপমাত্রা। ২০ দিন পর এই তাপমাত্রা আরও কমেছে।

রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

তবে আরও কিছুদিন এই জেলার তাপমাত্রা নিম্ন পর্যায়ে থাকবে বলে জানান চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।

এ সময় এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের।

চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র বড়বাজার চৌরাস্তার মোড়ে কাজের সন্ধানে আসা মানিক নামের এক শ্রমিক বলেন,’খুব ঠান্ডা পড়ছে। ভোরে কাজের সন্ধানে বের হয়েছি। এখনো কাজ পাইনি। প্রচন্ড ঠান্ডায় কাঁপুনি ধরে যাচ্ছে। ঠান্ডা
বাতাসে আরও বেশি শীত লাগছে। ঘর থেকে বের হতে পারছিনা। কিন্তু পেটের দায়ে কাজের জন্য বের হতে হচ্ছে।’

আরেক শ্রমিক মিজানুর রহমান বলেন, ‘একদিন কাজে না আসলে বাড়িতে চুলা জ্বলবে না। বাধ্য হয়েই এই তীব্র শীতের ভোরে কাজে এসেছি।’

উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর হতেই এ জেলায় তাপমাত্রা কমতে থাকে। গত ১৯ দিনে চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রীর ব্যবধানে ওঠানামা করছিল।

সারাবাংলা/এসডব্লিউ

আবহাওয়া চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর