১১ ঘণ্টা বন্ধ থাকার পর দুই নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক
৫ জানুয়ারি ২০২৫ ১০:১৭ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১৩:৪৯
মানিকগঞ্জ: ঘন কুয়াশায় দীর্ঘ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌ রুটে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টায় আরিচা-কাজিরহাট এবং রাত ১টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
কুয়াশার তীব্রতা কেটে গেলে আজ সকাল ১১টায় পাটুরিয় -দৌলতদিয়া এবং সকাল ১০টায় আরিচা-কাজিরহাট নৌ রুটে আবারও ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মাহমুদ চৌধুরী জানান, শনিবার রাত ১টার দিকে পদ্মায় নদী তীব্র কুয়াশার ঢেকে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। একই কারণে রাত পৌনে ১২টায় আরিচা-কাজিরহাট নৌ রুটেও ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
সারাবাংলা/এসডব্লিউ
আরিচা-কাজিরহাট নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ মানিকগঞ্জ