Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
৫ জানুয়ারি ২০২৫ ০৯:২৭ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৫

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিরা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমীকরণটা নিজেদের হাতেই ছিল তাদের। সিডনি টেস্টে ভারতকে হারালেই লর্ডসের ফাইনালের টিকেট নিশ্চিত করতো অস্ট্রেলিয়া। সেই কাজটা মাত্র ৩ দিনের মাঝেই করল প্যাট কামিন্সের দল। বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছেন অজিরা। একই সাথে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হলেন তারা। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল অজিরা।

বিজ্ঞাপন

সিডনি টেস্টের দ্বিতীয় দিন শেষেই ম্যাচে নিয়ন্ত্রণ ছিল অজিদের হাতে। তৃতীয় দিনে খুব বেশিক্ষণ ব্যাটিং করতে পারেনি ভারত। জাদেজাকে ফিরিয়ে দিনের প্রথম আঘাত হানেন কামিন্স। এরপর ১০ রানের মাঝেই ভারতের লেজকে গুটিয়ে দিয়েছেন অজি বোলাররা। ১৬১ রানের লিড নিয়েই নিজেদের দ্বিতীয় ইনিংস শেষ করে ভারত।

১৬২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষ হিসেবে বুমরাহকে পায়নি অজি ব্যাটাররা। ব্যাটিংয়ে নামলেও ইনজুরির কারণে আজ বোলিং করেননি বুমরাহ। শুরুটা দেখেশুনেই করেছিলেন দুই অজি ওপেনার। ৩৯ রানের জুটি ভাঙে কনস্টাস ফিরলে। ২২ রান করা কনস্টাসকে ফেরান প্রসিধ। অল্প সময়ের মাঝে লাবুশেন ও স্মিথকে ফিরিয়ে খেলায় কিছুটা উত্তেজনা ফিরিয়ে এনেছেন তিনি।

তবে উসমান খাজা ও ট্রাভিস হেড সাময়িক বিপর্যয় সামলে দারুণভাবেই ব্যাটিং করেছেন। ৪৬ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান তারা। ৪০ রান করে সিরাজের বলে খাজা ফিরলেও ততোক্ষণে জয়ের সুবাস পাচ্ছে অজিরা। বাকি কাজটা করেছেন হেড-ওয়েবস্টার জুটি। ৫৮ রানের জুটি গড়ে অজিদের দারুণ এক জয় এনে দেন তারা। হেড অপরাজিত ছিলেন ৩৪ রানে, ওয়েবস্টার করেছেন ৩৯ রান।

৬ উইকেটের এই জয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের কাছে ফিরিয়ে আনল অজিরা। ৩-১ ব্যবধানের সিরিজ জয়ে আগামী জুনে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল তারা। লর্ডসের সেই ফাইনালে অজিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর