Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ২৩:৪১ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৫

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর বিজয়স্মরনী এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এমদাদুল হক কাজল (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বিজয়স্মরনী মেট্রো স্টেশনের নিচে দুর্ঘটনাটি ঘটে।

মৃত কাজলের ছোট ভাই মো. জয় জানান, তার ভাই বেসরকারি কোম্পানিতে চাকরি করত। তাদের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার স্বরুপকাঠি গ্রামে। বাবার নাম মৃত মো. সৈয়দ। বর্তমানে মিরপুর ৬ নম্বর সেকশনের রোড সি ব্লকের ১ নম্বর রোডে তার ভাই থাকত।

তিনি আরও বলেন, ‘সন্ধ্যার দিকে জানতে পারি মিরপুর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে কোথাও যাচ্ছিল। বিজয়স্মরনী এলাকায় অন্য একটি মোটরসাইকেল ধাক্কায় আহত হয়। পরে দ্রুত সেখান থেকে আহত অবস্থায় তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল, সেখান থেকে বক্ষব্যধী হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। মোটরসাইকেল চালকও আহত হয়। সে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ওই যুকককে মুমূর্ষ অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই

রাজধানী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর