Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ২৩:১২ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১০:২৫

মরদেহ। প্রতীকী ছবি

বান্দরবান: জেলায় পারিবারিক কলহের জেরে সৎ বড় ভাইয়ের হাতে ছোটভাই নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ নুরুল আফসার (২১) ওই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে আলীকদম উপজেলা সদরের দক্ষিণ নয়াপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তাদের পরিবারে সম্পত্তি সংক্রান্ত বিষয়েবিরোধ চলছিল। এর জে‌রে আজ সকালে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় বড় ভাই মোহাম্মদ মুসা মিয়া তার সৎ ভাই নুরুল আফসারের মাথায় আঘাত করে এবং কামড় দিয়ে আফসারের কান ছিঁড়ে নেয়।

আহত নুরুলকে উদ্ধার ক‌রে প্রথ‌মে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। পরে অবস্থার অবন‌তি হ‌লে কর্তব্যরত চিকিৎসকের পরাম‌র্শে তা‌কে পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে তিনটার সময় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডাক্তার সৌরভ জানান, নিহত নুরুল আফসারের মাথায় লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, সৎ ভাইয়ের লা‌ঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। বিষয়টি তদন্তাধীন ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এইচআই

পারিবারিক কলহ বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর