রোববার খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন স্থায়ী কমিটির সদস্যরা
৪ জানুয়ারি ২০২৫ ২১:৫১ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ২১:৫৩
ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে রোববার (৫ জানুয়ারি) রাতে দেখা করবেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।
শনিবার (৪ জানুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা গুলশানে খালেদা জিয়ার বাসায় সাক্ষাৎ করতে যাবেন।
৫ আগস্ট পটপরিবর্তনের পর মুক্তি পান খালেদা জিয়া। এরপর বিভিন্ন সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেও স্থায়ী কমিটির সব সদস্য এক সঙ্গে তার সঙ্গে দেখা করার সুযোগ পাননি।
ধারণা করা হচ্ছে, শারীরিক অবস্থা মোটামুটি ঠিক থাকলে দুয়েক সপ্তাহের মধ্যে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন খালেদা জিয়া। তাই যাওয়ার আগে দলের সিনিয়র নেতাদের সৌজন্য সাক্ষাৎ দিচ্ছেন তিনি। সাক্ষাতের সময় হয়তো দেশের সার্বিক অবস্থা ও রাজনীনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে।
সারাবাংরা/এজেড/এইচআই