Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে বিজিবির অভিযান, ফেনসিডিল ও কসমেটিক্সসহ আটক ২

লোকাল করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ২০:৫৩

আটক দুই ব্যক্তি।

বেনাপোল: যশোরের বেনাপোলে পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রী পিস, পান মসলা, কলম, মোবাইল, কম্বল, সিগারেট এবং কসমেটিক্স সামগ্রীসহ দু’জন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে বিজিবির সদস্যরা তাদের আটক করে।

আটক আসামীরা হলেন, সাতক্ষীরা জেলার মুরারীকাটি গ্রামের ইকবল হোসেনের ছেলে রোকনুজ্জামান (৩২) ও আজিয়ার রহমান সরদারের ছেলে খায়রুল ইসলাম (২৪)।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির এর অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দীকি জানান, ‘বিজিবি’র আভিযান কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাই মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।’

বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে একজন আসামীসহ সর্বমোট ১০ লাখ ৪১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রী পিস, পান মসলা, কলম, মোবাইল, কম্বল, সিগারেট এবং কসমেটিক্স আটক করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, ‘চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে মালামাল পাচার করায় এগুলো জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।’ এছাড়াও ভবিষ্যতে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সারাবাংলা/এমপি

ফেন্সিডিল বেনাপোল ভারতীয় পণ্য জব্দ মাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর