ছাত্রদেরকে গণতন্ত্র রক্ষার আহ্বান মির্জা ফখরুলের
৪ জানুয়ারি ২০২৫ ২০:৪২ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ০২:৩৮
ঠাকুরগাঁও: ছাত্রদেরকে দেশকে দুর্নীতি মুক্ত, গণতন্ত্রকে রক্ষা, মানুষের কথা বলার অধিকার রক্ষা ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে জেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক ছাত্র সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘দেশের বিরুদ্ধে কোনো চক্রান্তেই আমরা মাথা নত করব না। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল তারা সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দেশ চেয়েছিল। তারা কোনো বৈষম্যে বিশ্বাস করেনি। চেয়েছিল বৈষম্যবিহীন একটি রাষ্ট্রকে। আজকে সবখানে বৈষম্য সৃষ্টি হয়েছে। আমরা যেন জনগণের নির্বাচিত একটি পার্লামেন্ট তৈরি করতে পারি সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এজন্য ছাত্রদের জ্ঞানভিত্তিক চর্চা করতে হবে, জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে।
জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল কায়েস এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সহ-সভাপতি মমিনুল হক বাবু, ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনানসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের কর্মীরা।
সারাবাংলা/এইচআই