Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাছ ধরার ইলেকট্রনিক যন্ত্র ও পাখিসহ ৩ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ১৯:৩৩

আটক তিন ব্যক্তি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে ফাঁদ দিয়ে বন্যপ্রাণী, পাখি, মাছ ও বুনোহাঁস শিকারের দায়ে তিন শিকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিক মাছ ধরার যন্ত্র ও পাখি উদ্ধার করা হয়।

শনিবার (৪ জানুয়ারি) ভোরে টাংগুয়ার হাওরের দায়িত্বে থাকা আনসাররা তাদের আটক করে।

আটকেরা হলেন, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের মনির উদ্দিনের ছেলে আল আমিন (২৪), একই গ্রামের মঞ্জুল হকের ছেলে কামরুল (২০) ও পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার রুপনগর গ্রামের মোহাম্মদ আলীনুরের ছেলে আতিকুল (২৮)।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘আনসার সদস্যরা আটকদের থানায় হস্তান্তর করেছে। ইতোমধ্যে শিকারীদের নামে মৎস্য সংরক্ষণ আইন লংঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, ‘পাখি, বুনোহাঁস, পরিযায়ী পাখি ইত্যাদি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আইন লংঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও টাংগুয়ার হাওরে কঠোর নজরদারি রাখা হচ্ছে।’

সারাবাংলা/এমপি

টাংগুয়ার হাওর বন্যপ্রাণী বুনোহাঁস শিকারী