আলোচিত পূর্ণিমা গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
৪ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ২০:৪৯
সিরাজগঞ্জ: ২০০১ সালে জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংঘটিত চাঞ্চল্যকর পূর্ণিমা রাণী শীল গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জহুরুল ইসলামকে (৪২) গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বড়হর ইউনিয়নের পূর্ব দেলুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জহুরুল ইসলাম পূর্ব দেলুয়া গ্রামের জিল্লুর রহমান এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া সার্কেলের সহকারি পুলিশ সুপার অমৃত কুমার সুত্রধর বলেন, ‘গ্রেফতার হওয়া জহুরুল ইসলাম ১৭ বছর যাবত মালয়েশিয়াতে আত্মগোপনে ছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ মামলায় ইতোমধ্যেই ৯ জন কারাগারে আছেন। জহুরুলকে গ্রেফতারের পর আর একজন সাজাপ্রাপ্ত আসামি পলাতক আছেন। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে ‘
জানা যায়, ২০০১ সালের আট অক্টোবর সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা জের ধরে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রী পূর্ণিমা রাণী শীলের বাড়িতে হামলা চালায়। সেসময় কতিপয় আসামি ভিকটিম ও তার মা-বাবা-ভাইকে বেধড়ক মারপিট করে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভিকটিম পূর্ণিমা রাণী শীলকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা অনিল চন্দ্র বাদী হয়ে ১৬ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।
পরে মামলায় বিজ্ঞ বিচারক ১১ জন আসামিকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করেন।
সারাবাংলা/এইচআই