ঢাবিতে শেখ মুজিব-হাসিনা-কাদেরসহ ছাত্রলীগের নেতাদের পুত্তলিকা দাহ
৪ জানুয়ারি ২০২৫ ১৮:৩০ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ২০:০৯
ঢাকা: ফ্যাসিবাদ ও জুলুমের কাণ্ডারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘হেইট থ্রু কর্মসূচি’ পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট রাইটস্ ওয়াচ নামের এক সংগঠন। এ সময় তারা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের পুত্তলিকা দাহ ও তাদের মুখে জুতা নিক্ষেপ করেন।
শনিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা “হৈ হৈই রই রই, সৈকত তুই গেলি কই”, “স্বৈরাচারের সঙ্গী, ছাত্রলীগ জঙ্গী”, খুনি লীগ, ছাত্রলীগ” সহ নানা স্লোগান দেন।
স্লোগানের সময় শেখ মুজিবুর রহমানের ছবি পোড়ানোর মধ্যে দিয়ে পুত্তলিকা দাহ শুরু হয়। পরে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের পুত্তলিকা দাহ করেন।
এ সময় শেখ মুজিবুর রহমানের ছবি কেন পোড়ানো হচ্ছে জানতে চাইলে এবি জুবায়ের বলেন, ‘শেখ মুজিব স্বৈরাচার প্রতীক। তাই, তার পুত্তলিকা দাহ করা হচ্ছে।’
কর্মসূচিতে ঢাবি বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক ইবনে আলী বলেন, ‘৪ই জানুয়ারি আসলে শিক্ষার্থীদের ঘুম হারাম হয়ে যায়। প্রতিবছর এ দিনে তারা শিক্ষার্থীদের রুমে রুমে গিয়ে বলে কালকে প্রোগ্রামে না গেলে হলে থাকতে পারবি না। এমনকি, আমাদের ক্লাস পরীক্ষা থাকলেও সব বাদ দিয়ে তাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে হত।’
তিনি বলেন, ‘ছাত্রলীগের কায়েম করা গণরুম, গেস্টরুম, মুজিববাদ, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আজকে যে আগুন দেখছেন তাদের বিরুদ্ধে ১৫ বছরের জমানো ক্ষোভ।’
তিনি বলেন, ‘এখনো ফ্যাসিবাদের দোসররা বাইরে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। সরকারের কাছে আহ্বান জানায় তাদের দ্রুত গ্রেফতার করা হোক। আমাদের কষ্ট লাগে যখন ফ্যাসিবাদের দোসররা আমাদের আহতদের নিয়ে হাসাহাসি করে।’
এবি জুবায়ের বলেন, ‘১৬ বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ আমাদের এ পুত্তলিকা দাহ। গত ১৬ বছরে তারা যে অন্যায় করেছে আমরা তার বিচার দাবি করছি।’
সারাবাংলা/এআইএন/এমপি