Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে ইসরায়েলের কাছে

আন্তর্জাতিক ডেস্ক
৪ জানুয়ারি ২০২৫ ১৪:৩৩ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ১৮:৫১

যুক্তরাষ্ট্রের মজুদ করা অস্ত্র-বোমা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের (৮ বিলিয়ন) অস্ত্র বিক্রি করতে চায় বলে দেশটির পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে। এক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএন তথ্যটি নিশ্চিত করেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) নতুন কংগ্রেসের প্রথম দিন, অস্ত্র বিক্রির বিষয়ে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি এবং সিনেট ফরেন রিলেশনস কমিটিকে পররাষ্ট্র দপ্তর এই অনানুষ্ঠানিক নোটিশ পাঠায়।

বিজ্ঞাপন

গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। তবে মার্কিন দূত এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেন।

ইসরায়েল মানবাধিকার সংগঠনগুলোর কাছ থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের মুখোমুখি হয়েছে, বিশেষ করে গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে মার্কিন অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে। মে মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, গাজায় মার্কিন অস্ত্র ব্যবহারের বিষয়টি আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে বলে, তবে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়নি।

এই প্রস্তাবিত অস্ত্র বিক্রয়ের মধ্যে রয়েছে মিসাইল, যা ড্রোনসহ আকাশ থেকে আসা হুমকি মোকাবিলায় ব্যবহৃত হবে। এ ছাড়া রয়েছে আর্টিলারি শেল, হেলফায়ার মিসাইল, ছোট ডায়ামিটার বোমা (এসডিবি), টেইল কিট, ৫০০ পাউন্ড ওয়ারহেড এবং বোমা ফিউজ।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্য হলো ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মজুদ মজবুত করা। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, আন্তর্জাতিক ও মানবিক আইন মেনে ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা এবং ইরান ও তার মিত্র সংগঠনগুলোর আগ্রাসন রোধের অধিকার রয়েছে। আমরা ইসরায়েলের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সক্ষমতা সরবরাহ করতে থাকব।’

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, কিছু অস্ত্র যুক্তরাষ্ট্রের বর্তমান মজুদ থেকে সরবরাহ করা সম্ভব হলেও বেশিরভাগ সরঞ্জাম উৎপাদন ও সরবরাহে এক থেকে কয়েক বছর সময় লাগবে।

প্রসঙ্গত, অনানুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রক্রিয়াটি একটি সাধারণ রীতি, যার মাধ্যমে সংশ্লিষ্ট কংগ্রেস কমিটিগুলো প্রস্তাবিত বিক্রয়ের বিষয়ে আগে থেকে অবগত হয়। এতে কমিটির নেতারাও তাদের মতামত বা আপত্তি জানানোর সুযোগ পান।

সারাবাংলা/এনজে

অস্ত্র ইসরায়েল বিক্রি যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর