Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৪ সালে যুদ্ধে ৪ লাখ ৩০ হাজার সৈন্য হারিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
৪ জানুয়ারি ২০২৫ ১৩:১১ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

যুদ্ধের সময় রাশিয়ান সৈন্য। ছবি: সংগৃহীত

২০২৪ সালে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরক্ষা কৌশল রাশিয়াকে উচ্চমানের ক্ষয়ক্ষতির মুখোমুখি করেছে। ইউক্রেনীয় চীফ কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি জানিয়েছেন, ২০২৪ সালে আনুমানিক রাশিয়ার ৪ লাখ ২৭ হাজার সৈন্য আহত ও নিহত হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এ সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৩০ হাজার ৭৯০ জন, যা রাশিয়ার ৩৬টি মোটরাইজড রাইফেল ডিভিশনের সমান এবং ২০২২ ও ২০২৩ সালের সম্মিলিত ক্ষতির চেয়েও বেশি।

বিজ্ঞাপন

এই ক্ষতির অর্থ, প্রতিদিন গড়ে ১ হাজার ১৮০ জন সৈন্য হারিয়েছে রাশিয়া। বছরের শেষ দিকে রাশিয়া ডোনেস্ক অঞ্চলে আক্রমণ বাড়ালে এই হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

নভেম্বর ও ডিসেম্বর মাসে রাশিয়ার সর্বোচ্চ ক্ষতির রেকর্ড হয়েছে যথাক্রমে ৪৫ হাজার ৭২০ এবং ৪৮ হাজার ৬৭০ জন।

ইউক্রেনীয় চীফ কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি তার বাহিনীকে ৩১ ডিসেম্বর এক ভাষণে বলেছেন, ‘এই বছর, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য সর্বোচ্চ মূল্য দিয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী শত্রুর জনবল এবং সরঞ্জাম ধ্বংস করেছে যা আগের বছরের তুলনায় অনেক বেশি।’

ইউক্রেনে রাশিয়ার জমি দখলের গতি অক্টোবরে দৈনিক ১৪ বর্গকিলোমিটার থেকে নভেম্বর মাসে ২৮ বর্গকিলোমিটার পর্যন্ত বেড়েছিল, তবে ডিসেম্বর মাসে তা আবার ১৮ বর্গকিলোমিটারে নেমে আসে।

ডিসেম্বর মাসে রাশিয়া সম্ভবত দুইটি নতুন ক্ষতির রেকর্ড করেছে। ১৯ ডিসেম্বর রাশিয়া এক দিনে ২ হাজার ২০০ সৈন্য হারিয়েছে, যা সর্বোচ্চ দৈনিক রেকর্ড।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ (জিইউআর) জানিয়েছে, রাশিয়া ক্ষতি পূরণের জন্য উত্তর কোরিয়ার যোদ্ধাদের নিয়ে এসেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই যোদ্ধাদের এক-চতুর্থাংশ ইতোমধ্যেই নিহত হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

ইউক্রেন নিহত যুদ্ধ রাশিয়া সৈন্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর