Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লন্ডনে টিউলিপকে ফ্ল্যাট দিয়েছেন আ. লীগ-সংশ্লিষ্ট ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক
৪ জানুয়ারি ২০২৫ ১১:৫৮ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ১৮:৫০

টিউলিপ সিদ্দিক। ছবি: ফিন্যান্সিয়াল টাইমস

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে সেন্ট্রাল লন্ডনে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আবদুল মোতালিফ নামে এক আবাসন ব্যবসায়ী। যার সঙ্গে টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগসূত্র আছে।

শুক্রবার (৩ জানুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে টিউলিপকে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধনসংক্রান্ত নথিপত্রে বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আবদুল মোতালিফ ২০০১ সালে কিংস ক্রসের কাছে দুই বেডরুমের ওই ফ্ল্যাটটি এক লাখ ৯৫ হাজার পাউন্ড (বর্তমানে পাউন্ডের বিপরীতে টাকার দর অনুযায়ী যা প্রায় ২ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা) দিয়ে কিনেছিলেন। টিউলিপ সিদ্দিক ২০০৪ সালে তা বুঝে নেন এবং সেজন্য তাকে কোনো অর্থ দিতে হয়নি। ফ্ল্যাটটি এখনো টিউলিপের মালিকানায় আছে। ওই ভবনেরই একটি ফ্ল্যাট গত আগস্টে বিক্রি হয়েছে ছয় লাখ ৫০ হাজার পাউন্ডে (প্রায় ৯ কোটি ৭৯ লাখ ৯১ হাজার টাকা)।

কিংস ক্রসের ওই ফ্ল্যাটতিতে বর্তমানে বসবাস করছেন না টিউলিপ সিদ্দিক। ছবি: ফিন্যান্সিয়াল টাইমস

টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি শতকের শুরুর দিকে কিংস ক্রসের ওই ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ। এরপর বেশ কয়েক বছর সেখানে তার ভাই-বোনেরা ছিলেন। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে দুটি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন একজন ব্যক্তি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা-বাবা। তাই কৃতজ্ঞতাস্বরূপ নিজের মালিকানায় থাকা ‘একটি সম্পদ’ টিউলিপকে দিয়েছেন।

বর্তমানে ৭০ বছর বয়সী আবদুল মোতালিফ দক্ষিণ-পূর্ব লন্ডনে বসবাস করেন। ভোটার নিবন্ধনসংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, ওই এলাকায় মোতালিফের ঠিকানায় মজিবুল ইসলাম নামে আরেক ব্যক্তি বসবাস করেন। মজিবুলের বাবা ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

আবদুল মোতালিফ ফিন্যান্সিয়াল টাইমনের কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন। তবে পরে সেটি নিয়ে কী করেছেন, সে বিষয়ে কিছু বলতে চাননি।

এদিকে লন্ডনে টিউলিপের বিনামূল্যে ফ্লাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে বলে গুঞ্জন উঠেছে। এ বিষয়ে টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার একজন মুখপাত্র ফিন্যান্সিয়াল টাইমসের কাছে দাবি করেন, এ বিষয়ে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই।

সারাবাংলা/ইআ

টিউলিপ সিদ্দিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর