Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কয় ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন ভিনিসিয়াস?

স্পোর্টস ডেস্ক
৪ জানুয়ারি ২০২৫ ১১:৪৬

লাল কার্ড দেখে নিষিদ্ধ হতে যাচ্ছেন ভিনি

ম্যাচে তখন রিয়াল মাদ্রিদ এক গোলে পিছিয়ে। শেষ বাঁশি বাজতে বাকি মাত্র ১১ মিনিট। ভ্যালেন্সিয়া গোলরক্ষক ভিমিত্রিভিস্কির ঘাড়ে হঠাৎ ধাক্কা মারলেন ভিনিসিয়াস। এই ঘটনাকে কেন্দ্র করেই শেষ পর্যন্ত সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভিনিকে। শেষ পর্যন্ত মদ্রিচ-বেলিংহামের গোলে ম্যাচ জিতলেও এই লাল কার্ড বিতর্কে বড় নিষেধাজ্ঞা আসতে পারে ভিনির উপরে।

৭৯ মিনিটে বক্সের ভেতর পড়ে গিয়ে পেনাল্টির দাবি করেছিলেন ভিনিসিয়াস। রেফারি সেদিকে কান না দিয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এই সময় ভিনির গা ধরে উঠে দাঁড়াতে তাড়া দেন ভিমিত্রিভিস্কি। এতে ক্ষেপে গিয়ে ভিমিত্রিভিস্কির ঘাড়ে ধাক্কা দেন ভিনি। এ নিয়ে দুই দলের ফুটবলার বেশ ভালো তর্কই হয়েছে।

বিজ্ঞাপন

দুই দলের বেশ কিছুক্ষণ তর্কের পর ভিএআরের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন রেফারি। ভিএআরের সাহায্য নিয়ে ভিনিকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এটাই রিয়ালের মূল দলের হয়ে ভিনির প্রথম লাল কার্ড।

রেফারির এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিলেন না ভিনি। রেফারির দিকে তেড়েফুঁড়েও এসেছেন তিনি। সতীর্থরা অনেক বুঝিয়ে তাকে মাঠ ছাড়তে রাজি করান। রাগান্বিত অবস্থায় মাঠ ছাড়েন ভিনি।

গোলকিপার ও রেফারির সাথে এমন আচরণের পর অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়েছেন ভিনিসিয়াস। তবে ক্ষমা চেয়েও হয়তো পার পাবেন না ভিনি। ফিফার নিয়ম ভঙ্গের অভিযোগে ২ থেকে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন ভিনি। আর এতে তিনি মিস করতে পারেন স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল ও ফাইনালও।

সারাবাংলা/এফএম

নিষেধাজ্ঞা ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ লাল কার্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর