Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধিনায়কত্ব অভ্যাসের ব্যাপার: মিরাজ

স্পোর্টস ডেস্ক
৪ জানুয়ারি ২০২৫ ১০:৪২

মেহেদি মিরাজ

নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবারের বিপিএলেও খুলনার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মেহেদি হাসান মিরাজ। ঢাকার বিপক্ষে জয়ের পর মিরাজ বলছেন, অধিনায়কত্ব একটা অভ্যাসের ব্যাপার। দায়িত্ব পালনের মাঝে থাকলে জাতীয় দলেও নেতৃত্ব সামলাতে সহজ হবে, এমনটাই বলছেন মিরাজ।

ঢাকার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে নিজের অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন মিরাজ। মিরাজ বলছেন, দায়িত্বটা উপভোগ করেন তিনি, ‘যখন সুযোগ আসে উপভোগ করা জরুরি। ওয়েস্ট ইন্ডিজেও আমি এটা করেছি, বিপিএলেও করছি। এটা আমার জন্য নতুন না, অভ্যাসের ব্যাপার। আমি অনেক গ্যাপ দিলে মাঝমধ্যে চিন্তা হয়। কীভাবে আরও উন্নতি করা যায় সেটা নিয়েই ভাবতে হয়। আমি সবসময় দায়িত্বটা উপভোগ করার চেষ্টা করি।’

বিজ্ঞাপন

সতীর্থদের সাপোর্ট না পেলে ভালোভাবে নেতৃত্ব দেওয়া সম্ভব না, মানছেন মিরাজ, ‘আমি যত ভালো অধিনায়কই হন না কেনো সতীর্থদের সমর্থন না পেলে কখনোই ভালো ফল এনে দিতে পারবেন না। অন্যদের সাপোর্টটা জরুরি। রান করা, ভালো বোলিং করা। যে দুটি ম্যাচ জিতেছি সেখানে অংকনসহ অনেকেই ভালো করেছে। অধিনায়ক তখনই ভালো করে যখন ক্রিকেটাররা পারফর্ম করে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে দলকে জেতায়।’

টি-২০তে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছে মিরাজ ও লিটনের নাম। জাতীয় দলের দায়িত্ব এলে সাদরেই গ্রহণ করবেন মিরাজ, ‘এটা বোর্ডের সিদ্ধান্ত। যদি বোর্ড সিদ্ধান্ত নেয় আমাকে দেবে, আমি সেটা গ্রহণ করব। লিটনও ওয়েস্ট ইন্ডিজে দারুণ নেতৃত্ব দিয়েছে। যেহেতু আমি বিপিএলে নেতৃত্ব দিচ্ছি, আমার অভ্যাস হচ্ছে। এটা ভবিষ্যতে কাজে দেবে। যেকোনো ফরম্যাটে সুযোগ এলেই এটা অভ্যাসের ব্যাপার। হুট করে করাটা কঠিন, যেমনটা ওয়েস্ট ইন্ডিজে হয়েছে। বিপিএলে আমি ১২-১৪টা ম্যাচে দায়িত্ব পালন করব জানি। এজন্যই পরিকল্পনা সাজাতে পারছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

অধিনায়কত্ব বিপিএল ২০২৫ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর