Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. মঈন খানের বাসায় চীনা রাষ্ট্রদূতের নৈশভোজ

স্পেশাল করেসপডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ২৩:২৭ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ১৮:৫০

গুলশানে ড. মঈন খানের বাসায় যান ইয়াও ওয়েন। তার সঙ্গে ছিলেন চীনা দূতাবাসের উপ রাষ্ট্রদূত এবং প্রধান রাজনৈতিক কর্মকর্তা।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসায় নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

শুক্রবার (০৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় গুলশানে ড. মঈন খানের বাসায় যান ইয়াও ওয়েন। তার সঙ্গে ছিলেন চীনা দূতাবাসের উপ রাষ্ট্রদূত এবং প্রধান রাজনৈতিক কর্মকর্তা।

রাত ১১ টায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এসব তথ্য জানান এবং নৈশভোজ শেষে তোলা একটা গ্রুপ ফটো সাংবাদিকদের কাছে পাঠিয়ে দেন।

ড. মঈন খানের বাসায় মাঝে মধ্যেই নৈশ ভোজের আয়োজন হয়। সেখানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, মিশন প্রধান ও বিদেশি কূটনীতিকরা অংশ নেন। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ ক্যাথরিন কুক ড. মঈন খানের বাসায় নৈশ ভোজে অংশ নেন।

সারাবাংলা/এজেড/এইচআই

চীন চীনা রাষ্ট্রদূত ড. মঈন খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর