Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার প্রত্যর্পণ ও চিন্ময় দাসের বিচার নিয়ে যা বলছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
৩ জানুয়ারি ২০২৫ ২১:৩৩ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ০৩:০৩

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আগেই জানিয়েছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের পাঠানো বার্তা আমরা পেয়েছি। এর বাইরে এই মুহূর্তে তেমন কিছু বলার নেই।

শুক্রবার (৩ জানুয়ারি) এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব কথা জানানো হয়।

গত ২৩ ডিসেম্বর ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বরাত দিয়ে বলা হয়েছিল, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। তবে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ভারতীয় কর্তৃপক্ষ।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত।

গত ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান। তিনি বলেন, আমরা জানিয়েছি ভারতকে। তাকে যে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হচ্ছে সেটা জানিয়েছি। কূটনৈতিক পত্রের মাধ্যমে এটা জানানো হয়েছে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি জানান, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে।

বিজ্ঞাপন

এদিকে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আশা করি তিনি ন্যায়বিচার পাবেন। ’

তিনি যোগ করেন, আমরা আগেও বলেছি, আমরা মনে করি এবং আমাদের প্রত্যাশা হলো বাংলাদেশে যে ধরনের তদন্ত প্রক্রিয়া চলছে তাতে যে ব্যক্তিবিশেষকে গ্রেফতার করা হয়েছে তিনি সুবিচার পাবেন, এটার জন্যই আমরা অপেক্ষা করব।

ব্রিফিংয়ে তুরস্কের এক সংস্থা থেকে বাংলাদেশের সামরিক ট্যাংক কেনার খবর নিয়েও প্রশ্ন করা হয়। বাংলাদেশের ওই সিদ্ধান্ত ভারতের প্রতি কোনো বার্তা কি না জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, নিরাপত্তাসংক্রান্ত বিষয়ের ওপর ভারত সব সময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে।

সারাবাংলা/এইচআই

চিন্ময় দাসের বিচার ভারত রণধীর জয়সওয়াল শেখ হাসিনার প্রত্যর্পণ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর