ভারত থেকে হীরা উপহার পেলেন মার্কিন ফার্স্ট লেডি
৩ জানুয়ারি ২০২৫ ১৯:৩৬
২০২৩ সালে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে ২০ হাজার ডলার সমমূল্যের ৭.৫ ক্যারেটের হীরা উপহার পেয়েছিলেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রকাশিত যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন পরিবারের সদস্যরা ২০২৩ সালে বিভিন্ন দেশের নেতাদের কাছ থেকে লক্ষাধিক ডলারের উপহার পেয়েছেন। ফার্স্ট লেডি জিল বাইডেনের পাওয়া এই হীরক উপহারটি ছিল সেই বছরের সবচেয়ে মূল্যবান উপহার। এছাড়া তিনি ইউক্রেনের রাষ্ট্রদূতের কাছ থেকে ১৪ হাজার ৬৩ ডলার সমমূল্যের একটি ব্রোচ এবং মিশরের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির কাছ থেকে ৪ হাজার ৫১০ ডলার সমমূল্যের ব্রেসলেট, ব্রোচ ও ফটো অ্যালবাম পান।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বেশ কিছু দামি উপহার পেয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কাছ থেকে ৭ হাজার ১০০ ডলার সমমূল্যের একটি স্মারক ফটো অ্যালবাম, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীর দেয়া ৩ হাজার ৪৯৫ ডলার সমমূল্যের মঙ্গোলিয়ান যোদ্ধার মূর্তি, ব্রুনেইয়ের সুলতানের কাছ থেকে ৩ হাজার ৩০০ ডলার সমমূল্যের রুপার বাটি, ইসরায়েলের প্রেসিডেন্টের কাছ থেকে ৩ হাজার ১৬০ ডলার সমমূল্যের রুপার ট্রে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে ২ হাজাড় ৪০০ ডলার সমমূল্যের একটি কোলাজ।
ফেডারেল আইন অনুযায়ী, মার্কিন কর্মকর্তাদের ৪৮০ ডলারের সমমূল্যের বেশি মূল্যের বিদেশি উপহার দেয়া হয়। বেশিরভাগ মূল্যবান উপহার ন্যাশনাল আর্কাইভে স্থানান্তর করা হয় বা সরকারি প্রদর্শনীর জন্য সংরক্ষণ করা হয়।
স্টেট ডিপার্টমেন্টের নথি অনুযায়ী, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের ২০ হাজার সমমূল্যের হীরাটি হোয়াইট হাউজের ইস্ট উইং-এ সরকারি ব্যবহারের জন্য রাখা হয়েছে। অন্যদিকে, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির অন্যান্য উপহার ন্যাশনাল আর্কাইভে পাঠানো হয়েছে। প্রাপকরা চাইলে মার্কিন সরকারের কাছ থেকে এই উপহারগুলো বাজারমূল্যে কিনে নিতে পারেন, তবে এমনটি খুব কমই ঘটে।
প্রতিবেদনে আরও বলা হয়, সিআইএ কর্মকর্তারা ঘড়ি, পারফিউম এবং গহনার মতো বিলাসবহুল উপহার পেয়েছেন, যেগুলোর অধিকাংশই ধ্বংস করে ফেলা হয়েছে। ধ্বংস করা উপহারগুলোর সম্মিলিত মূল্য ১ লাখ ৩২ হাজার ডলার সমমূল্যের অধিক।
সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস একটি ১৮ হাজার ডলার সমমূল্যের অ্যাস্ট্রোগ্রাফ (টেলিস্কোপ ও জ্যোতির্বিদ্যা ক্যামেরা) পেয়েছিলেন, যা জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনে স্থানান্তর করা হচ্ছে। তবে তিনি ১১ হাজার সমমূল্যের একটি ওমেগা ঘড়ি পেয়ে ধ্বংস করে ফেলেন। অন্যান্য কর্মকর্তারাও বিলাসবহুল ঘড়ি ধ্বংস করেছেন।
সারাবাংলা/এনজে