Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোয়া ৪ লাখ নাৎসি সহযোগীর নাম প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
৩ জানুয়ারি ২০২৫ ১৮:৩৬ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ২০:০৪

আডলফ হিটলারের সাথে জার্মান দল নাৎসি পার্টি। ছবি: সংগৃহীত

জার্মান অধিকৃত নেদারল্যান্ডসে নাৎসিদের সাথে সহযোগিতার সন্দেহে থাকা প্রায় ৪ লাখ ২৫ হাজার জনের নাম প্রথমবারের মতো অনলাইনে প্রকাশ করা হয়েছে। নামের নথিপত্রগুলো আগে শুধুমাত্র দ্য হেগে অবস্থিত ডাচ ন্যাশনাল আর্কাইভে গিয়ে দেখা যেত।

নামের আর্কাইভ আধুনিকায়ন করতে সাহায্যকারী হুইগেন্স ইনস্টিটিউট বলেছে, নথিপত্রগুলোর দুষ্প্রাপ্যতা নেদারল্যান্ডসের ১৯৪০ থেকে ১৯৪৫ সালের দখলকালীন সময় সম্পর্কে গবেষণা করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য একটি বড় বাধা ছিল।

বিজ্ঞাপন

তারা বলেন, ‘এই আর্কাইভ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ গল্প ধারণ করবে।’

আর্কাইভটিতে যুদ্ধাপরাধী, প্রায় ২০ হাজার ডাচ ব্যক্তি যারা জার্মান সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছিলেন এবং জাতীয় সমাজতান্ত্রিক আন্দোলনের (এনএসবি) নাৎসি পার্টির সন্দেহভাজন সদস্যদের ফাইল অন্তর্ভুক্ত রয়েছে।

তবে, আর্কাইভটিতে নিরপরাধ প্রমাণিত ব্যক্তিদের নামও রয়েছে। এর কারণ হলো, এই আর্কাইভ বিশেষ বিচার ব্যবস্থার ফাইল নিয়ে গঠিত, যা ১৯৪৪ সাল থেকে সন্দেহভাজন সহযোগীদের তদন্ত করেছিল। অনলাইনে শুধুমাত্র সন্দেহভাজনদের নাম, জন্ম তারিখ এবং জন্মস্থান অন্তর্ভুক্ত রয়েছে।

আর্কাইভটি থেকে জানা যায় না যে, এটি কোন ব্যক্তিকে কোন বিষয়ে দোষী প্রমাণিত করেছিল, তারা কী ধরনের সহযোগিতার সন্দেহে ছিলেন।

১৯ ডিসেম্বর সংসদে দেওয়া এক চিঠিতে সংস্কৃতি মন্ত্রী এপ্পো ব্রুইন্স লিখেছেন, ‘আর্কাইভের উন্মুক্ততা কঠিন যৌথ অতীতের প্রভাবের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

গোপনীয়তার বিষয়টি মাথায় রেখে অনলাইনে কতটুকু তথ্য প্রকাশ করা হবে তা সীমিত রাখা হয়েছে, এবং যারা আর্কাইভে ব্যক্তিগতভাবে প্রবেশ করবেন তারা ফাইলের অনুলিপি করতে পারবেন না। তিনি বলেছেন, আরও তথ্য প্রকাশের জন্য আইন পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে।

বিজ্ঞাপন

অনলাইন ডাটাবেজের ওয়েবসাইটে বলা হয়েছে, এখনও জীবিত থাকতে পারেন তাদের নাম অনলাইনে অন্তর্ভুক্ত করা হয়নি।

প্রসঙ্গত, জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল সংক্ষিপ্ত নাম নাৎসি পার্টি, ১৯১৯ থেকে ১৯৪৫ পর্যন্ত ছিল জার্মানির একটি রাজনৈতিক দল যার নেতৃত্বে ছিলেন আডলফ হিটলার। ১৯২০ সালে দলটির নাম পরিবর্তন করে ‘জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল’ রাখা হয়। ১৯৪৫ সালের মে মাসে মিত্রশক্তি জার্মানিকে পরাজিত করলে ইউরোপ মহাদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এবং একই সাথে জার্মানিতে নাৎসি শাসনের অবসান ঘটে।

সারাবাংলা/এনজে

জার্মানি নাৎসি পার্টি নাম প্রকাশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর