Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ১৮:০৭ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ২০:০৪

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪৫) বছরের এক নারী নিহত হয়েছেন। তিনি ভিক্ষাবৃত্তি করতেন বলে জানা গেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বাংলামোটর কনকর্ড টাওয়ারেরর সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্য ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজওয়ানুল ইসলাম জানান, ওই নারী ভিক্ষুক ছিল। দুপুরে বাংলামোটর মসজিদের সামনে ভিক্ষাবৃত্তি করছিল। ভিক্ষাবৃত্তি শেষে রাস্তা পার হচ্ছিল। এ সময় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় পাওয়ার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই

অজ্ঞাত নারী নিহত রাজধানী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর