Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমাদের গণমাধ্যম এখনো সঠিক লাইনে আসেনি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ১৭:২৬ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৯:১৭

চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে কবি হাসান হাফিজ। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব। এ সময় হাসান হাফিজ বলেন, আমাদের গণমাধ্যমগুলো এখনো সঠিক লাইনে আসেনি। মিডিয়াকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, স্বাধীনতার নামে যেন আমরা স্বেচ্ছাচার না করি।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

বিজ্ঞাপন

দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার চাই, পরির্বতন চাই। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-সাংবাদিকসহ অনেক মানুষ প্রাণ দিয়েছে। তাদের রক্তের সঙ্গে যেন আমরা বেঈমানি না করি।’

‘আমরা যেন সত্যিকারের বৈষম্যমুক্ত, সাম্যের, ন্যায়ের এবং শোষনমুক্ত, মুক্তচিন্তার প্রতিধ্বনি থাকবে সেই রকম একটা বাংলাদেশ চাই। সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি। আমরা সবাই মিলে কাজ করবো।’

তিনি বলেন, ‘আমাদের একজন মাহাথীর মোহাম্মদ লাগবে। কারণ আমরা ১০০ বছর, ৫০ বছর অপেক্ষা করতে পারবো না। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা নিজেদের মাথা তুলে দাঁড়াতে চাই। আমরা যে সুযোগ পেয়েছি, সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে হয়তো আরো বড় স্বৈরাচার আমাদের ওপর চেপে বসবে।’

কবি হাসান হাফিজ আরও বলেন, ‘দেশে ও দেশের বাইরে থেকে নানা ষড়যন্ত্র চলছে। ভারতীয় মিডিয়া আমাদের দেশ নিয়ে বিশ্ববাসীর কাছে ভুল বার্তা দিচ্ছে। আমাদের রুখে দাঁড়ানোর এখনই সময়। এখনও কেন রক্ত ঝড়বে, আমাদের সীমান্তের কাঁটাতারে ফেলানির মতো লাশ দেখতে চাই না। আমাদের বন্ধুত্ব হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।’

বিজ্ঞাপন

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন দেখছি আমরা। নতুন করে সাংবাদিকতাকে আবার বাংলাদেশে স্টাবলিশ করার জন্য স্বপ্ন দেখছি। গত ১৫ বছরে বাংলাদেশের সাংবাদিকতা চলে গিয়েছিলো জাদুঘরে। আজকে সাংবাদিকতাকে জাদুঘর থেকে বের করে আনতে হবে।’

চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন অন্তবর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম ও গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন ও প্রবীণ সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী শওকত। প্রেসক্লাবের সিনিয়র সদস্য শাহনেওয়াজ রিটন সভা সঞ্চালনায় ছিলেন।

সারাবাংলা/আরডি/এমপি

কবি হাসান হাফিজ চট্টগ্রাম প্রেসক্লাব

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর