Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে সিপিবির সমাবেশ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ১৫:২৩ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৭:১৮

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা সমাবেশ শুরু হয়েছে। ছেবি: সারাবাংলা

ঢাকা: জুলাই-আগস্ট গণআন্দোলনে হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি তোলার মধ্য দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা সমাবেশ শুরু হয়েছে।

সমাবেশে সিপিবি নেতারা নিত্যপণ্যের দাম কমানো, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ গড়ে তোলা, মুক্তিযুদ্ধের চেতনায় চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ব্যবস্থা বদলের লক্ষ্যে জনগণের বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার দবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ২টা ২০ মিনিটে উদীচী শিল্পীগোষ্ঠীর গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ।

সমাবেশে সিপিবির ৬৩টি জেলা কমিটির নেতাকর্মী ছাড়াও বন্ধুপ্রতিম ছাত্র, শ্রমিক ও দিনমজুর সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। উপস্থিত হয়েছেন বাম গণতান্ত্রিক জোটসহ প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।

সিপিবির ঢাকা সমাবেশ উপলক্ষ্যে অধিকাংশ জেলার নেতাকর্মী বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতেই ঢাকা পৌঁছেছেন। তাদের অধিকাংশই পুরানা পল্টনে পার্টির কার্যালয়ে রাত যাপন করেন। সমাবেশস্থলেও রাত যাপন করেন অনেক নেতাকর্মী।

সমাবেশস্থলের চারপাশ লাল কাপড় দিয়ে ঘিরে রাখা হয়। সকাল থেকে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নসহ সিপিবির অন্যান্য অঙ্গসংগঠনের কর্মীরা মঞ্চের সামনে স্বেচ্ছাসেবক হিসেবে অবস্থান নেন। দুপুর ১টা থেকে বিভিন্ন জেলা শাখায় নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে থাকেন।

সমাবেশস্থলের পশ্চিম দিকের প্রবেশ পথে বসানো হয়েছে আর্চওয়ে। সমাবেশে আগতদের আর্চওয়ে দিয়ে প্রবেশের সময় দেহতল্লাশিও করা হয়।

বিজ্ঞাপন

সিপিবি নেতারা জানিয়েছেন, ঢাকা সমাবেশ থেকে পার্টির ভবিষ্যৎ কর্মসূচির দিকনির্দেশনা দেবেন কেন্দ্রীয় নেতারা। সারা দেশে গণমানুষকে নিয়ে আন্দোলন গড়ে তোলার বার্তাও আসবে।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

জুলাই-আগস্ট গণআন্দোলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর