বোলারদের দাপটে সিডনিতে অস্ট্রেলিয়ার দিন
৩ জানুয়ারি ২০২৫ ১৫:০১
এই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এমন সমীকরণকে সামনে রেখেই ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। সিডনিতে সিরিজের শেষ টেস্টে স্কট বোলান্ডের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ভারতকে মাত্র ১৮৫ রানেই গুটিয়ে দিয়েছে অজিরা। দিনের শেষ বলে উসমান খাজাকে হারিয়ে এক উইকেটে ৯ রান তুলে দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে এখনো ভারতের চেয়ে ১৭৬ রানে পিছিয়ে আছেন কামিন্সরা।
অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই আজ মাঠে নেমেছে ভারত। রোহিতের পরিবর্তে বুমরাহ নেতৃত্ব দিচ্ছেন ভারতকে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি ভারতের। ১১ রানের মাথায় প্রথম আঘাত হানেন স্টার্ক। ৪ রান করা লোকেশ রাহুলকে ফেরান তিনি। ১০ রান করে জসওয়াল ফিরেছেন বোলান্ডের বলে। ঠিক পরের বলেই ফিরতে পারতেন কোহলি। স্লিপে ক্যাচ দিলেও তৃতীয় আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দেন।
তৃতীয় উইকেটে কোহলি-গিল কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। ৪০ রানের এই জুটি ভাঙে গিল ফিরলে। ২০ রান করা গিল স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন লায়নের বলে। শুরুটা দেখে শুনে করেও আজ ইনিংসটা বড় করতে পারেননি কোহলি। ১৭ রানে ফিরেছেন বোলান্ডের বলে।
পান্ট-জাদেজা জুটি কিছুটা আগ্রাসী ব্যাটিং করে পালটা আক্রমণের চেষ্টা করেছিল। এই জুটির সুবাদে ১০০ পেরোয় ভারতের ইনিংস। ৪৮ রানের জুটি ভাঙে বোলান্ডের বলে ৪০ রান করা পান্ট ফিরলে।
ইনিংসের শেষপ্রান্তে সুন্দরের ১৪ ও বুমরাহর ১৭ বলে ২২ রানের ক্যামিওতে স্কোর ২০০ রানের কাছে গিয়েছে। শেষ পর্যন্ত ১৮৫ রানে থামে ভারতের ইনিংস। ৩১ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার বোলান্ড। ৪৯ রানে ৩ উইকেট নিয়েছেন স্টার্ক।
দিনের একদম শেষ প্রান্তে ব্যাটিংয়ে নেমে দেখে শুনেই খেলছিলেন কনস্টাস-খাজা জুটি। তবে দিনের শেষ বলে বুমরাহর শিকার হয়ে ফেরেন ২ রান করা খাজা। খানিকটা স্বস্তি নিয়েই প্রথম দিনের খেলা শেষ করে ভারত।
সারাবাংলা/এফএম