বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, সঙ্গে কুয়াশার দাপট
৩ জানুয়ারি ২০২৫ ১৩:১৫ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৪:৫৯
ঢাকা: কয়েক দিনের বিরতি দিয়ে আবার শুরু হয়েছে শীতের দাপট। এরই মধ্যে ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ ও কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। আবহাওয়া অধিদফতর বলছে, শৈত্যপ্রবাহ আরও দুয়েক দিন থাকতে পারে। এ ছাড়া জানুয়ারি মাস জুড়েই দফায় দফায় শৈত্যপ্রবাহ থাকবে।
এদিকে শৈত্যপ্রবাহের সঙ্গে রয়েছে কুয়াশার দাপটও। ঘন কুয়াশার কারণে বিমান চলাচলসহ অভ্যন্তরীণ নৌ চলাচলও বাধাগ্রস্ত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (৩ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ দিন সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়— ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজশাহীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদীতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও কুষ্টিয়ার কুমারখালীতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকালে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই কর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাঞ্চলে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশে কোথাও কোথাও দিনের বেলায়ও শীত অনুভূত হতে পারে।
কুয়াশার প্রভাব আগামীকাল শনিবার (৪ জানুয়ারি) পর্যন্ত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগও সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
তাপমাত্রা ও কুয়াশা পরিস্থিতি পরবর্তী ২৪ ঘণ্টার মতো এর পরের দুই দিনেও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শুরুর দিকে দেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
সারাবাংলা/এমপি