Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
৩ জানুয়ারি ২০২৫ ১০:৫১ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৩:২৯

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ২৭

তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী নৌকাডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮৩ জনকে।

গত বুধবার (১ জানুয়ারি) এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের আলতায়া থেকে তিন মাইল দুরে প্রায় ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেখানে দু’টি নৌকা ডুবে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের এক কর্মকর্তা বলেছেন, ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি রাতে নৌকা দু’টি যাত্রা শুরু করেছিল।

নৌকার সব যাত্রী অবৈধভাবে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রীরা সবাই সব-সাহারা আফ্রিকার দেশের নাগরিক।

গত বুধবার ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ভূমধ্যসাগরে ২ হাজার ২০০ জনেরও বেশি লোক মারা গেছে।

আফ্রিকান অধিবাসীদের অবৈধভাবে ইউরোপে পৌঁছাতে দালালরা তিউনিসিয়ার এই মূল পয়েন্টকে ব্যবহার করে।

উল্লেখ্য, গত মাসে তিউনিসিয়ার উপকূলরক্ষীরা ইউরোপের দিকে যাত্রা করার সময় দুটি আলাদা নৌকা ডুবে যাওয়ার ঘটনায় প্রায় ৩০ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে।

সারাবাংলা/এসডব্লিউ

তিউনিসিয়া নৌকাডুবিতে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর