ফিলিস্তিনে আল-জাজিরার সম্প্রচার স্থগিত
২ জানুয়ারি ২০২৫ ১৬:৩০ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৮:২৯
ফিলিস্তিন কর্তৃপক্ষ বুধবার (১ জানুয়ারি) সাময়িকভাবে কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধের আদেশ দিয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, চ্যানেলটি উসকানিমূলক প্রচারণা করেছে বলে অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্কৃতি, স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রীদের যৌথ সিদ্ধান্তে এই আদেশ দেয়া হয়েছে। তাদের দাবি চ্যানেলটি প্রতারণাপূর্ণ এবং বিভাজন সৃষ্টিকারী সংবাদ প্রচার করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এবং সিদ্ধান্তটি সাময়িক হলেও এর মেয়াদ এখনও নির্ধারণ করা হয়নি।
আল-জাজিরা ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের মধ্যে দীর্ঘ সংঘাতের সংবাদ পরিবেশন করেছে বলে গত সপ্তাহে ফিলিস্তিন কর্তৃপক্ষ বিষয়টির সমালোচনা করেছে।
আল-জাজিরা বুধবারের (১ ডিসেম্বর) ফিলিস্তিন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে একে ‘অধিকৃত অঞ্চলের ক্রমবর্ধমান পরিস্থিতি রিপোর্টিং থেকে বিরত রাখার চেষ্টা’ বলে অভিহিত করেছে। তারা ফিলিস্তিন কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
আল-জাজিরা পাল্টা বিবৃতিতে আরও জানায়, ‘জেনিন ও এর শিবিরে যা ঘটছে তার সত্য ঘটনা আড়াল করার চেষ্টা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
যদিও এই সিদ্ধান্ত হামাস-নিয়ন্ত্রিত গাজায় কার্যকর হবে না, কারণ সেখানে প্যালেস্টাইন কর্তৃপক্ষের ক্ষমতা নেই।
ফিলিস্তিন কর্তৃপক্ষের পরিচালিত দল ফাতাহ আল-জাজিরার বিরুদ্ধে ‘আরব মাতৃভূমি এবং ফিলিস্তিনে বিভেদ সৃষ্টির’ অভিযোগ তুলেছে এবং ফিলিস্তিনিদের চ্যানেলের সঙ্গে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছে।
ফিলিস্তিনের জাতীয় উদ্যোগের সেক্রেটারি জেনারেল মুস্তফা বারঘুতি এই ফিলিস্তিনের এই পদক্ষেপকে ভুল বলে অভিহিত করেছেন এবং দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ফিলিস্তিন কর্তৃপক্ষের আল-জাজিরার সাথে কোনো সমস্যা থাকলে আলোচনা করে তা সমাধান করা উচিত।’
প্রসঙ্গত, সেপ্টেম্বরে ইসরায়েলি সামরিক বাহিনী রামাল্লার আল-জাজিরা কার্যালয়ে অভিযান চালিয়ে তা বন্ধের নির্দেশ দেয়। মে মাসে ইসরায়েল আল-জাজিরার সম্প্রচার নিষিদ্ধ করে, অভিযোগ তোলে যে চ্যানেলটি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। পরবর্তীতে আদালত এই নিষেধাজ্ঞা বহাল রাখে।
সারাবাংলা/এনজে