Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবির প্রশাসন ভবনে তালা

রাবি করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ১১:৫৫ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৭:৪০

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য বরাদ্দকৃত পোষ্য কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময় অনুযায়ী এই কর্মসূচি পালন করেন তারা। অবস্থান কর্মসূচিতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় সহায়ক ও সাধারণ কর্মচারীদের জন্য ১ শতাংশ পোষ্য কোটা নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এতে অসন্তোষ প্রকাশ করে রাত ৮টার দিকে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে আজ সকাল ৯টা ৪৫ মিনিটের আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল আদায়ে সহযোগিতা না করলে ১০টা থেকে অনিদিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘আপোষ না মৃত্যু, মৃত্যু মৃত্যু’; ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দালালদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’; ইত্যাদি স্লোগান দেন।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘পোষ্য কোটা মানেই হলো যোগ্যদের স্থানে অযোগ্যদের স্থলাভিষিক্ত করা। যার ফলে আমরা একটি দীর্ঘমেয়াদি সমস্যার মুখোমুখি হচ্ছি। বাবার কোটায় যারা ভর্তি হয়ে পরবর্তীতে শিক্ষক হয়, তারা ক্লাসে ১ ঘণ্টা থেকে ৪০ মিনিট শুধু বাবার গল্প করে। বিশ্ববিদ্যালয়ে আমার এই পরিবারতন্ত্রক চাই না। বিশ্ববিদ্যালয়ে যদি সুইপার কোটা রাখতেই হয়, তাহলে শুধু বিশ্ববিদ্যালয়ের সুইপারদের জন্য নয়, সিটি করপোরেশনে যেসব সুইপার আছে তাদেরসহ বাংলাদেশের সকল সুইপারদের জন্য কোটা বরাদ্দ রাখা উচিত।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সকল স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে শুধুমাত্র এ বছরের জন্য ১ শতাংশ কোটা বহাল রেখেছি। এর পরিমাণ আগামীতে বাড়ার সম্ভাবনা নেই বরং এটাও বন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোটা রয়েছে। শিক্ষার্থীরা পোষ্য কোটার বিরুদ্ধে দাবি তুলেছে, তা আমার বোধগম্য নয়।’

সারাবাংলা/ইআ

পোষ্য কোটা বাতিলের দাবি প্রশাসন ভবনে তালা রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর