Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
২ জানুয়ারি ২০২৫ ১১:১৫ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩

বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫

আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৩৫ জনের আহতের খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বুধবার (১ জানুয়ারি) ভোরে নিউ অরলিন্সের বুরবোন স্ট্রিটে বর্ষবরণ উদযাপনের সময় ভিড়ের মধ্যে একজন চালক একটি পিকআপ ট্রাক তুলে দেয়। এরপর গাড়ি থেকে নেমে তিনি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়তে থাকেন। তখন পুলিশের পালটা গুলিতে নিহত হন ওই হামলাকারী। সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকা ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এফবিআই এটিকে ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

সিনএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম শামসুদ–দিন জব্বার (৪২)। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি একসময় মার্কিন সামরিক বাহিনীতে কাজ করেছেন বলে জানা গেছে। হামলাকারীর কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতবাদের সঙ্গে সম্পৃক্ততা কিংবা তিনি কোনো ‘সন্ত্রাসী সংগঠনের’ সঙ্গে জড়িত কি না– এসব বিষয় মাথায় রেখে তদন্ত করছে এফবিআই।

সারাবাংলা/এমপি

আমেরিকা নিহত বর্ষবরণ ২০২৪ হামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর