৩১ বছর বয়সে অভিষেক হচ্ছে অস্ট্রেলিয়ার ওয়েবস্টারের
২ জানুয়ারি ২০২৫ ১০:২০
বহু বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে খেলছেন তিনি। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করলেও জাতীয় দলের হয়ে অভিষেক যেন কিছুতেই হচ্ছিল না তার। অবশেষে ৩১ বছর বয়সে এসে স্বপ্নপূরণ হচ্ছেন অজি অলরাউন্ডার বেউ ওয়েবস্টারের। ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে অভিষেক হচ্ছে ওয়েবস্টারের। মিচেল মার্শের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।
পুরো সিরিজজুড়েই ফর্মে নেই মিচেল মার্শ। ৪ টেস্টে ১০.৪২ গড়ে করেছেন মাত্র ৭৩ রান। সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস এসেছিল পার্থের প্রথম টেস্টে। বল হাতেও কিছু করে দেখাতে পারেননি মার্শ। ৪ টেস্টে বল করেছেন মাত্র ৩৩ ওভার। এই সময়ে মার্শ পেয়েছেন মাত্র ৩ উইকেট।
এমন বাজে ফর্মের কারণেই সিরিজের শেষ টেস্টে বাদ পড়ছেন মার্শ। মার্শের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার ওয়েবস্টার। ২০১৪ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি খেলেছেন ৯৩ ম্যাচ, লিস্ট এ ক্রিকেটে খেলেছেন ৫৪ ম্যাচ ও টি-২০ খেলেছেন ৯৩টি।
ব্যাটে-বলে দারুণ পারফর্ম করলেও কিছুতেই জাতীয় দলে জায়গা হচ্ছিল না ওয়েবস্টারের। এবারের শেফিল্ড শিল্ডে ৫৮.৬২ গড়ে ৯৩৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনিই। বল হাতেও নিয়েছেন ৩০ উইকেট। ১৯৬৩-৬৪ মৌসুমে গ্যারি সোবার্সের পর প্রথম ক্রিকেটার হিসেবে শেফিল্ড শিল্ডের এক মৌসুমে ৯০০ রান ও ৩০ উইকেট নিয়েছেন ওয়েবস্টার।
আগামী ৩ জানুয়ারি সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
সারাবাংলা/এফএম