বুমরাহর বাঁ হাতে বোলিংয়ের আইন পাশ করতে চান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী!
২ জানুয়ারি ২০২৫ ০৯:৪৯
বোর্ডার-গাভাস্কার সিরিজের পুরোটা জুড়েই অবিশ্বাস্য ফর্মে আছেন তিনি। সিরিজে ২-১ এ পিছিয়ে থাকলেও ভারতের জাসপ্রীত বুমরাহ যেন আলো ছড়িয়েই যাচ্ছেন। এবার অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ রসিকতা করে বলছেন, বুমরাহ যেন শুধু বাম হাতেই বল করে এমন আইন করার চিন্তা করছেন তারা!
পার্থে সিরিজের প্রথম টেস্টে বুমরাহর নেতৃত্বেই জয় পেয়েছিল ভারত। এরপর দুই টেস্টে হেরে সিরিজে পিছিয়ে গেছে ভারত। ভারত পিছিয়ে থাকলেও ৪ ম্যাচে সিরিজের সেরা বোলার বুমরাহই। ১২.৮৩ গড়ে এখন পর্যন্ত তিনি নিয়েছেন ৩০ উইকেট। উইকেটের দিক দিয়ে তার ধারেকাছেও কেউ নেই। ২০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ভারতীয়দের মাঝে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড গড়ে র্যাংকিংয়ের শীর্ষেই আছেন বুমরাহ।
সিডনিতে ৩ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এই টেস্টকে সামনে রেখে সিডনির কিরিবিলি হাউজে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর আয়োজনে নতুন বছরের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিল দুই দল। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড বলছে, ওই আয়োজনে বুমরাহর বোলিংয়ের প্রশংসায় মাতেন অ্যালবানিজ। তিনি মজা করে বলেন, ‘আমরা এখানে একটি আইন পাস করতে পারি। সেই অনুযায়ী বুমরাহকে বাঁ হাতে অথবা এক স্টেপ নিয়ে বল করতে হবে। সে যতবারই বোলিংয়ে এসেছে, ততবারই খুব ভয়ংকর ছিল!’
অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী প্রশংসায় ভাসিয়েছেন মেলবোর্ন টেস্টে অভিষেক হওয়া ১৯ বছরের তরুণ অজি ওপেনার স্যাম কনস্টাসকেও।
সারাবাংলা/এফএম