Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ০৯:১০ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১২:২১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কাকরাইল মোড়ে যাত্রীবাহি বাসের চাপায় আহত আরিফুল ইসলাম (৪২) নামে একজন পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর ৪টার দিকে চিকাৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরআগে বুধবার (১ জানুয়ারি) দুপুরে কাকরাইল মোড়ে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মৃত আরিফুলের ভাগিনা মো. ইমন জানান, তাদের বাড়ি কুষ্টিয়ার জেলার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামে। বাবার নাম খলিল মোল্লা। ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন আরিফুল ইসলাম। গতকাল তিনি নবাবগঞ্জ থেকে ঢাকায় আসেন রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসার জন্য। কাকরাইলে মঞ্জিল পরিবহণ থেকে নামার সময় ওই বাসের চাপায় গুরুতর আহত হন। পথচারীরা তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বুধবার দুপুরে কাকরাইল এলাকায় বাসের চাপায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আরিফুল ইসলাম। পরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমপি

নিহত পুলিশ কনস্টেবল বাস চাপা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর