Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিনদিন এলএনজি সরবরাহ বন্ধ, চাপ কমবে গ্যাসের

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ১৬:২৩ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ২১:০৪

ঢাকা: বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে ৪ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বন্ধ থাকবে। ফলে এই তিনদিন গ্যাস সরবরাহ কম থাকবে। যে কারণে বিভিন্ন ক্ষেত্রে গ্যাসের চাপ কম থাকবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পেট্রোবাংলা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনাল মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে ৪ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা এলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময় অন্য সামিটের টার্মিনাল দিয়ে প্রতিদিন প্রায় ৫৭০ থেকে ৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। এ কারণে বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় ১৫০ থেকে ১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম পাবে। এছাড়াও অন্যান্য খাতে প্রায় দৈনিক প্রায় ৫০ থেকে ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

সারাবাংলা/জেআর/ইআ

এলএনজি সরবরাহ গ্যাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর