Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ১৫:৪৮

মানববন্ধন। ছবি: সারবাংলা।

যশোর: সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে যশোরে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) ‍দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে যশোরে কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, দৈনিক সমাজের কথার সম্পাদক আমিনুর রহমান, সাংবাদিক বেনজীন‌ খান, সাংবাদিক ইউনিয়ন যশোরর সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি গোপীনাথ দাস প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ‘সত্য প্রকাশের কারণে সাংবাদিকরা হামলার শিকার হবেন এটা কাম্য না। দেশে অসংখ্য সাংবাদিক হামলা-মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। সজিবুরও কেবল সাংবাদিকতার কারণে হামলার শিকার হয়েছেন। যারাই হামলার সঙ্গে জড়িত থাকুক তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।’

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর রাতে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান‌। আশংকাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সারাবাংলা/এসআর

নড়াইলে সাংবাদিকের ওপর হামলা যশোর যশোরে মানববন্ধন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর