সিএনজি স্টেশন বন্ধের সময় কমলো ২ ঘণ্টা
স্পেশাল করেসপডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ১৫:৫৩ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ২১:০৪
১ জানুয়ারি ২০২৫ ১৫:৫৩ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ২১:০৪
ঢাকা: সিএনজি স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা হতে রাত ৯টা পর্যন্ত সময় পুনর্নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল সিএনজি স্টেশনে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল ২ ঘণ্টা কমিয়ে সন্ধ্যা ৬টা হতে রাত ৯টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন এ সিদ্ধান্তের ফলে সিএনজি স্টেশনগুলো ৫ ঘণ্টা বন্ধ রাখার পরিবর্তে ৩ ঘণ্টা বন্ধ থাকবে। অন্য সময় সেগুলো স্বাভাবিক নিয়মে গ্যাস সরবরাহ করতে পারবে।
সারাবাংলা/জেআর/এইচআই