আবাসন ব্যবসায় মেসির আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ!
১ জানুয়ারি ২০২৫ ১৫:০০
ফুটবল জগতে তার জেতা হয়ে গেছে সবকিছুই। ক্যারিয়ারের শেষভাগে এসে এবার ব্যবসায় মনোযোগ দিচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। স্পেনের আবাসন খাতে আত্মপ্রকাশ করেছে মেসির নতুন কোম্পানি। আর এই কোম্পানিতে মেসি বিনিয়োগ করেছেন আড়াই হাজার কোটি টাকারও বেশি!
‘এদিফিসিও রোসটাওয়ার সোচিমি’ নামে মেসির এই কোম্পানিটি আত্মপ্রকাশ করেছে স্পেনের বাজারে। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দাম ৫৭.৪ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ৭ হাজার টাকার বেশি। কোম্পানির বাজারে মূলধন ২২ কোটি ৩০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ২ হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকা।
এই কোম্পানিটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (আরইআইটি) হিসেবে তালিকাভুক্ত। মেসি নিজেই এই কোম্পানির বোর্ডের চেয়ারম্যান। এই ট্রাস্টের অধীনে আবাসন ব্যবসা ছাড়াও আছে ৭টি হোটেল, ৩টি অফিস স্পেস ও ৫টি অ্যাপার্টমেন্ট। এছাড়াও কোম্পানিটির লন্ডন ও প্যারিসে আছে আবাসিক সম্পত্তিও।
মেসি নিজে এই ট্রাস্টের চেয়ারম্যান হলেও তিনি এখানে একেবারেই মনোযোগ দিতে পারেন না। মেসির পরিবর্তে সবকিছু সামলান তার স্ত্রী ও ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আন্তোনেলা রোকুজ্জো।
সারাবাংলা/এফএম